নেশা সামগ্রী সহ উদয়পুরে গ্রেফতার চার
উদয়পুর (ত্রিপুরা), ১৮ এপ্রিল (হি.স.) : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে গোমতী জেলার উদয়পুরের আর কে পুর থানার পুলিশ। চার নেশা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আর কে পুর থানার ওসি বাবুল দাস শুক্রবার এই সংবাদ জানিয়ে বলেন, নেশা বিক্রেতাদের আটক করার জন্য
গ্রেফতার


উদয়পুর (ত্রিপুরা), ১৮ এপ্রিল (হি.স.) : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে গোমতী জেলার উদয়পুরের আর কে পুর থানার পুলিশ। চার নেশা কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আর কে পুর থানার ওসি বাবুল দাস শুক্রবার এই সংবাদ জানিয়ে বলেন, নেশা বিক্রেতাদের আটক করার জন্য সাদা পোশাকে পুলিশকে মাঠে নামানো হয়। বৃহস্পতিবার সকালে দুইজনকে আটক করতে পারলেও মূল পান্ডাদের আটক করতে সন্ধ্যা হয়েছে। উদয়পুর শহরের বিভিন্ন জায়গায় চারজন নেশা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তারা হল সঞ্জিত নম:, বিশাল দাস, আব্দুল মিয়া ও প্রসেনজিৎ দেবনাথ। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ হেরোইন সহ বহু নেশা সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশের বক্তব্য অনুযায়ী একটি অটো এবং বাইকে তল্লাশী চালিয়ে এই সমস্ত নেশা সামগ্রী উদ্ধার করা হয়। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আর যারা জড়িত আছে তাদের ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande