পশ্চিমবঙ্গকে রক্ষা করতে শীঘ্র রাষ্ট্রপতি শাসনের দাবি অসম ভিএইচপির
হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে, ইটের জবাব তরোয়ালে দেওয়ার হুংকা রঙিয়া (অসম), ১৯ এপ্রিল (হি.স.) : পশ্চিমবঙ্গকে রক্ষা করতে অতি শীঘ্র রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে বিশ্বহিন্দু পরিষদ (ভিএইচপি)-এর উত্তর-কামরূপ জেলা শাখা। আজ শনিবার রঙিয়ায়
পশ্চিমবঙ্গকে রক্ষা করতে শীঘ্র রাষ্ট্রপতি শাসনের দাবি অসম ভিএইচপির


হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে, ইটের জবাব তরোয়ালে দেওয়ার হুংকা

রঙিয়া (অসম), ১৯ এপ্রিল (হি.স.) : পশ্চিমবঙ্গকে রক্ষা করতে অতি শীঘ্র রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে বিশ্বহিন্দু পরিষদ (ভিএইচপি)-এর উত্তর-কামরূপ জেলা শাখা।

আজ শনিবার রঙিয়ায় কামরূপের জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে উত্তর-কামরূপ জেলা বিশ্বহিন্দু পরিষদের বিভিন্ন স্তরের কার্যকর্তা ও সমর্থকরা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্ৰ প্ৰতিবাদী কার্যক্রম সংগঠিত করেছেন। প্ৰতিবাদ সাব্যস্ত করে জেলাশাসকের মাধ্যমে তাঁরা দেশের রাষ্ট্ৰপতির উদ্দেশ্যে এক স্মারকপত্ৰও পাঠিয়েছেন।

রঙিয়ার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গে অতি রাষ্ট্ৰপতি শাসন বলবৎ করার দাবি জানিয়েছেন ভিএইচপির বিক্ষোভকারীরা। তাঁদের বক্তব্য, তা না-হলে সমগ্ৰ দেশজুড়ে সহিংস প্ৰতিবাদ করতে কুণ্ঠাবোধ করবে না বিশ্বহিন্দু পরিষদ।

প্ৰতিবাদস্থলে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বহিন্দু পরিষদের পদাধিকারী মৃদুল ডেকা বলেন, যদি হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হয়, তা-হলে ইটের জবাব তরোয়ালে দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande