কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর কথায়, পুলিশের বর্তমান অবস্থা খুবই খারাপ। একটি প্রতিষ্ঠান হিসেবে, পুলিশ, যা একসময় সম্মানের অধিকারী ছিল, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা ধ্বংস হয়ে গেছে। সাধারণ মানুষ আইনশৃঙ্খলা নিজেদের হাতে তুলে নিয়েছে, কারণ তারা পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছে, মানুষ বিশ্বাস করে যে পুলিশ সুরক্ষা দেবে না, এফআইআর দায়ের করবে না এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করবে না।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হিংসা প্রসঙ্গে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল বলেন, এটা স্বাভাবিক। মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের অভিভাবক, আর আমাদের মুখ্যমন্ত্রী হলেন পুলিশ মন্ত্রী। আইনশৃঙ্খলা রাজ্যের অধীনে, কেন্দ্রের নয়। মুখ্যমন্ত্রী যদি চাইতেন, তাহলে কখনও দাঙ্গা হত না। এখানে যা ঘটেছে তা দাঙ্গা নয়, বরং হিন্দু গণহত্যা।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ