কেন্দ্রীয় সরকার মুসলমানদের মধ্যেও বিভেদ চায় : অখিলেশ যাদব
নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনায় অখিলেশ যাদব বলেছেন, আমি শুধু বলতে চাই, এই ওয়াকফ বিলটি কোনও আশা নিয়ে আনা হচ্ছে না; এটি একট
অখিলেশ যাদব


নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনায় অখিলেশ যাদব বলেছেন, আমি শুধু বলতে চাই, এই ওয়াকফ বিলটি কোনও আশা নিয়ে আনা হচ্ছে না; এটি একটি সুচিন্তিত কৌশলের অংশ, কারণ তাদের বোর্ড ভেঙে পড়েছে। তারা এমনকি মুসলমানদের মধ্যেও বিভাজন চায়, আমি, আমার দল সমাজবাদী পার্টি এই বিলের তীব্র বিরোধিতা করি। যদি ভোটগ্রহণ হয়, আমরা এর বিরুদ্ধে ভোট দেব।

এদিন বিজেপিকে আক্রমণ করে লোকসভায় অখিলেশ বলেছেন, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বলে দাবি করা একটি দল এখনও নিজস্ব জাতীয় সভাপতি নির্বাচন করতে পারেনি। এরপরই অখিলেশকে উত্তর দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অখিলেশ জি হাসিমুখে তাঁর মন্তব্য করেছেন, তাই আমিও একইভাবে উত্তর দেব। এই সভায় আমাদের বিপরীতে বসে থাকা দলগুলির সকলেরই জাতীয় সভাপতি আছেন যারা পরিবারের মাত্র পাঁচজন সদস্য থেকে নির্বাচিত হন। কিন্তু আমাদের দলে, আমাদের ১২-১৩ কোটি সদস্যকে নিয়ে একটি প্রক্রিয়া পরিচালনা করতে হয়, তাই স্বাভাবিকভাবেই, এতে সময় লাগে। আমি বলছি, আপনি ২৫ বছরের জন্য সভাপতি হয়ে যান।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande