সিবিআই তদন্ত চলবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): ২০১৬ সালের প্যানেলে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল। হাইকোর্টের নির্দেশই বহাল রইল। যারা দোষী নন, তারা নতুন করে আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এ ব্যাপারে সিবিআই তদন্ত যেমন চলছিল তা চলবে। উল্লেখ্য, এসএসসি-র শি
SSC


কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): ২০১৬ সালের প্যানেলে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল। হাইকোর্টের নির্দেশই বহাল রইল। যারা দোষী নন, তারা নতুন করে আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এ ব্যাপারে সিবিআই তদন্ত যেমন চলছিল তা চলবে।

উল্লেখ্য, এসএসসি-র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি-র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত শুনানির পর ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল। এর ফলে ২৫,৭৫৩ জনের চাকরি যায়। পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয়েছিল এই মামলার শুনানি। আর বৃহস্পতিবার রায় ঘোষণা করে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ওই নিয়োগ প্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই বলে অভিমত সর্বোচ্চ আদালতের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande