ভোপাল ও মুম্বই, ২ এপ্রিল (হি.স.): ওয়াকফ সংশোধনী বিলের সমর্থনে পথে নামলেন মুসলিমরাই, বুধবার লোকসভায় যখন ওয়াকফ সংশোধনী বিল পেশ হয়, তখন মুম্বই ও ভোপাল-সহ দেশের বিভিন্ন প্রান্তে এই বিলের সমর্থনে পথে নামেন মুসলিমরা। বাজি ফাটানো হয়, মিষ্টিমুখ করা হয়, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করা হয়।
মধ্যপ্রদেশের ভোপালে ওয়াকফ সংশোধনী বিলের একজন সমর্থক বলছেন, আমরা মোদীজিকে সমর্থন করি; তিনি যা করছেন তা সঠিক। ওয়াকফ সংশোধনী বিলের একজন মহিলা সমর্থক বলেছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত যা করেছেন তা খুবই ভালো। তিন তালাক আইনটিও একটি ভালো সিদ্ধান্ত ছিল। ওয়াকফ সংশোধনী বিল উদযাপনের জন্য মুসলিম সম্প্রদায়ের সদস্যরা দিল্লির নিজামুদ্দিন দরগায় জড়ো হন।
ভোপালে একজন সমর্থক বলছেন, এই বিলটি আসছে, আমরা এটির জন্য আশা করছি এবং আমরা বিশ্বাস করি মোদীজি মুসলমানদের পাশে দাঁড়াবেন। আমরা আরও আশা করি যে, গত ৭০ বছরে আমরা যা পাইনি, তা এখন পাব। একজন মহিলা সমর্থক বলছেন, আমরা বিলটির সঙ্গে আছি। মোদীজি ভালো কাজ করছেন এবং আমরা সকলেই তাকে সমর্থন করি।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ