কোপা দেল রে: বুধবার ফাইনালে উঠতে চান বার্সা কোচ হান্সি ফ্লিক
বার্সেলোনা , ২ এপ্রিল (হি.স.): বুধবার স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার লড়াইয়ে আতলেতিকোর ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদের। কাতালান দলটির মাঠে প্রথম লেগ ৪-৪ ড্র হয়ে
কোপা দেল রে:  যে কোনো মূল্যে আজ ফাইনালে উঠতে চান বার্সা কোচ হান্সি ফ্লিক


বার্সেলোনা , ২ এপ্রিল (হি.স.): বুধবার স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার লড়াইয়ে আতলেতিকোর ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদের। কাতালান দলটির মাঠে প্রথম লেগ ৪-৪ ড্র হয়েছিল।

ফিরতি লেগের এই ম্যাচে তাই কোনও দলকে এগিয়ে রাখা যাচ্ছে না। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বাঁচা-মরার এই ম্যাচকে তাই ফাইনালের আগে আরেকটি ফাইনালের মতোই মনে হচ্ছে বার্সা কোচ হান্সি ফ্লিকের। গত ফেব্রুয়ারির প্রথম লেগের ম্যাচে প্রথম ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু শেষ দিকে দুই গোল খেয়ে জয় হাতছাড়া হয় বার্সেলোনার।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত আছে বার্সেলোনা। ইউরোপের শীর্ষ ৫ লিগের দলগুলোর মধ্যে তারাই একমাত্র দল যারা ২০২৫ সালে এখনও হারেনি। তবে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেছেন, আমরা ফাইনালে উঠতে চাই, কিন্তু কাজটা সহজ হবে না। আতলেতিকোর দারুণ একজন কোচ আছে। তারা জানে তারা কী জন্য লড়ছে। সুতরাং লড়াইটা খুব কঠিন হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande