লিভারপুল, ৩ এপ্রিল(হি.স.) : অ্যানফিল্ডে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ডার্বি ম্যাচটি ১-০ গোলে জিতেছে লিভারপুল এভারটনের বিরুদ্ধে । জয়ের নায়ক দিয়োগো জটা। এই জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে গেল লিভারপুল।
উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারিতে এভারটনের মাঠে প্রথম লেগে শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করেছিল লিভারপুল। ৩০ ম্যাচে ২২ জয় ও ৭ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল। প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলেও লিভারপুল গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত লিভারপুল গোলের দেখা পায় ৫৭ মিনিটে। লুইস দিয়াসের বাড়ানো বল ধরে দলকে এগিয়ে দেন জটা এবং এই গোলই ব্যবধান গড়ে দেয়। লিগে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল এভারটন। ৩০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি