জার্মান কাপ : লেভারকুজেনকে হারিয়ে প্রথমবার ফাইনালে অখ্যাত আর্মিনিয়া বিলেফেল্ড
ডুসেলডর্ফ, ৩ এপ্রিল (হি.স.) : এবারের জার্মান কাপে গতবারের চ্যাম্পিয়ন লেভারকুজেনকে হারিয়ে সবাইকে হতবাক করে দিয়ে ফাইনালে উঠেছে ‘জায়ান্ট কিলার’ হিসেবে পরিচিতি বিলেফেল্ড। ঘরের মাঠে সেমি-ফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও গতবারের বুন্ডেসলিগা জয়ী লেভারকুজেনকে ২-১
জার্মান কাপ : গতবারের চ্যাম্পিয়ন লেভারকুজেনকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে অখ্যাত আর্মিনিয়া বিলেফেল্ড


ডুসেলডর্ফ, ৩ এপ্রিল (হি.স.) : এবারের জার্মান কাপে গতবারের চ্যাম্পিয়ন লেভারকুজেনকে হারিয়ে সবাইকে হতবাক করে দিয়ে ফাইনালে উঠেছে ‘জায়ান্ট কিলার’ হিসেবে পরিচিতি বিলেফেল্ড। ঘরের মাঠে সেমি-ফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও গতবারের বুন্ডেসলিগা জয়ী লেভারকুজেনকে ২-১ গোলে হারাল বিলেফেল্ড।

চতুর্থ দল হিসেবে তৃতীয় স্তর থেকে জার্মান কাপের ফাইনালে উঠেছে তারা।দ্বিতীয় রাউন্ডে ইউনিয়ন বার্লিনকে ২-০ গোলে, শেষ ষোলোয় ফ্রেইবুর্ককে ৩-১ গোলে ও শেষ আটে ভার্ডার ব্রেমেনকে ২-১ গোলে হারিয়ে দেয় তারা। গত মরসুমে তৃতীয় স্তর লিগা ৩-এ অবনমন অঞ্চল থেকে ৬ পয়েন্টে ওপরে থেকে আসর শেষ করে তারা। চলতি আসরে বর্তমানে তারা আছে ৪ নম্বরে, শীর্ষে থাকা দলের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ২৪ মে শিরোপা লড়াইয়ে বুন্ডেসলিগার আরেক দল স্টুটগার্ট কিংবা লাইপজিগের সঙ্গে লড়াই করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande