কলকাতা, ২ এপ্রিল (হি.স.) : বুধবার এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে। প্রথম দুটি খেলায় তারা বড় ব্যবধানে জয় পেয়েছে। টাইটানসের বিপক্ষে তাদের রেকর্ডও ভালো,৫টি ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে তারা।
তবে, আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের পর উদ্বুদ্ধ হয়ে গুজরাট বুধবার বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আইপিএলে আরসিবি বনাম জিটি হেড-টু-হেড রেকর্ড:
খেলা ম্যাচ: ৫টি
আরসিবি জিতেছে: ৩টি
জিটি জিতেছে: ২টি
শেষ ফলাফল: আরসিবি চার উইকেটে জয়ী (২০২৪, বেঙ্গালুরু)
আইপিএলে চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির রেকর্ড:
ম্যাচ হয়েছে: ৯১টি
জিতেছে: ৪৩টি
হেরেছে: ৪৩টি
টাই: ১টি
কোনও ফলাফল নেই: ৪টি
সর্বোচ্চ স্কোর: ২৬৩/৫ (২০) বনাম পুনে ওয়ারিয়র্স (২০১৩)
সর্বনিম্ন স্কোর: ৮২ অলআউট (১৫.১) বনাম কলকাতা নাইট রাইডার্স (২০০৮)
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি