কলকাতা, ২ এপ্রিল (হি.স.) : ইন্ডিয়ান সুপার লিগ সেমিফাইনালের প্রথম লেগে বুধবার মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি হবে। লিগ পর্বে তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসি সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার মধ্যে লড়াইটা হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা রয়েছে।
জেরার্ড জারাগোজার নেতৃত্বে বেঙ্গালুরু এফসি ফাইনালে আসার আগে গত ছয় ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয় পেয়েছে। বিশেষ করে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ঘরের মাঠে ৫-০ গোলে জয় তাদের শক্তির প্রমাণ দেয়। গত ২০২৩-২৪ মরশুমে ব্যর্থতার পর এবার তারা অনেক বেশি শক্তিশালী। কোচি, কলকাতা এবং শিলংয়ের মতো কঠিন ভেন্যুতে জয় তুলে নিয়ে এবার তারা গোয়ার বিরুদ্ধে মাঠে নামবে।
প্রথম লেগে ঘরের মাঠে জয় তুলে নিয়ে দ্বিতীয় লেগে সুবিধাজনক অবস্থায় থাকতে চায় বেঙ্গালুরু। দ্বিতীয় লেগের ম্যাচটি হবে ফটোর্ডা স্টেডিয়ামে গোয়ার ঘরের মাঠে। তাই ঘরের মাঠে আজকের ম্যাচটা জিতে বেঙ্গালুরু এগিয়ে থাকতে চায়।
আর মানোলো মার্কেজের নেতৃত্বে এফসি গোয়া লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে। গোয়া এই মরশুমে বেঙ্গালুরুর বিরুদ্ধে লিগ পর্বে একটি জয় এবং একটি ড্র করেছে। আজকের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে মার্কেজ তার দলের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করছেন। তবে, বেঙ্গালুরুর আক্রমণাত্মক খেলার সামনে গোয়ার রক্ষণকে মজবুত করতে হবে। একই সঙ্গে তাদের আক্রমণাত্মকও হতে হবে। বেঙ্গালুরুর মাঠে গিয়ে জয় ছিনিয়ে আনতে পারলে গোয়ার খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে।
মুখোমুখি রেকর্ড:
দুটি দল এখন পর্যন্ত ১৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে। বেঙ্গালুরু এফসি জিতেছে ৭টি,আর এফসি গোয়া জয় পেয়েছে ৬টি, ৬টি ম্যাচ ড্র হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি