ইমফল, ১ এপ্রিল (হি.স.) : ভারতের মতো একটি দেশ সম্পর্কে বেপরোয়া মন্তব্য করা কেবল বোকামিই নয়, বরং এর ফল তাঁকে ভুগতেও হতে পারে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ভূ-রাজনৈতিক ঘুঁটি হিসেবে ব্যবহার করছে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, বলেছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্ৰধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উত্তরপূর্ব ভারত সম্পর্কে সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা করে এ ধরনের মন্তব্যকে ‘উস্কানিমূলক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এক বিবৃতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিং বলেন, ‘এটা স্পষ্ট, মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভূ-রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে একটি কৌশলগত ঘুঁটি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। এ ধরনের উস্কানিমূলক এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য একজন নেতার জন্য শোভনীয় নয়, আমি তাঁর মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।’
ভারতের সার্বভৌমত্বের ওপর জোর দিয়ে বীরেন সিং বলেন, ‘এটা একেবারে স্পষ্ট করে বলা উচিত, ভারতের ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনও আলোচনা করা যাবে না এবং কেউই তা চ্যালেঞ্জ করতে পারবে না। মুহাম্মদ ইউনূসকে সংযমী হতে হবে, ভারতের মতো একটি দেশ সম্পর্কে বেপরোয়া মন্তব্য করা কেবল বোকামিই নয়, বরং এর ফল তাঁকে ভুগতেও হতে পারে।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস