শিলিগুড়ি, ২ এপ্রিল (হি.স.): শিলিগুড়ির নাবালিকার রহস্যমৃত্যুর প্রতিবাদ ও দোষীর শাস্তির দাবিতে বুধবার থানা ও নিউ জলপাইগুড়ি যাওয়ার রাস্তা অবরোধ করে বিজেপি। সেই প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন মৃতার মাও। তিনি দোষীদের ফাঁসি সাজা চেয়ে সোচ্চার হয়েছেন। এই মৃত্যুর ঘটনায় কিশোরীর প্রেমিক, আরও এক নাবালক-সহ তিন জনকে ধরেছে পুলিশ।
মৃত ছাত্রীর পরিবার সূত্রে খবর,মঙ্গলবার দুপুরে বন্ধু-বান্ধবীদের সঙ্গে বিরিয়ানি খেতে বেরিয়েছিল ওই পড়ুয়া। রাস্তায় পিসির সঙ্গে দেখাও হয় তার। বিকেল গড়ালেও ওই ছাত্রী বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে ওই কিশোরী। পরে উত্তরকন্যা সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হয় নবম শ্রেণির ওই ছাত্রীর দেহ৷ মৃত ছাত্রীর শরীরের আঁচড় ওবং গলায় কালশিটের দাগের চিহ্ন পাওয়া গিয়েছে।
ঘটনায় পুলিশ ওই ছাত্রীর ঘনিষ্ঠ বন্ধু সহ তিনজনকে আটক করেছে। ধৃতদের মধ্যে আছে নবম শ্রেনীর মৃত ছাত্রীর প্রেমিক রোহিত রায় ও এক নাবালক। অভিযুক্তদের মধ্যে এক ছাত্রীও আছে৷ তাঁদের জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি উঠে আসে।
নাবালিকার পরিবারকে অভিযুক্ত প্রেমিক রোহিত জানিয়েছিলেন, তিনি নাবালিকাকে উত্তরকন্যার কাছে জঙ্গলের ধার থেকে উদ্ধার করেছেন। তখনই প্রশ্ন উঠেছিল নাবালিকা কীভাবে উত্তরকন্যা পার্শ্ববর্তী জঙ্গলে পৌঁছল? মেয়েটির প্রেমিকই বা সে কথা কীভাবে জানল?
মৃতার মায়ের দাবি, রোহিতের সঙ্গে মেয়ের সম্পর্ক ছিল তা জানতাম। গ্রেফতার হওয়া অন্য নাবালককেও ভালো করে চিনি। কিন্তু ওরা যে এই রকম করবে তা ভাবি নি। ওদের ফাঁসির সাজা চাই।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত