ঢাকা, ২১ এপ্রিল (হি.স.) : ‘আমি মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো অমর্যাদাকর... রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।’ আজ হ্যান্ডকাফ পরিয়ে আদালতে আনা হলে বিচারকের সামনে কথাগুলি বলেছেন শাজাহান খান।
আজ তাঁদের হ্যান্ডকাফ পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়। বিশেষ করে কাঠগড়ায় হাজির করার পরও কয়েকজন হ্যান্ডকাফ পরানো অবস্থায় ছিলেন। তা দেখে এ ব্যাপারে পুলিশকর্মীদের বক্তব্য জানতে চান ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তিনি বলেন, 'ওনাদের হ্যান্ডকাফ পরানোর প্র্যাকটিস তো এই ট্রাইব্যুনালে নেই, পরাচ্ছেন কেন?' পুলিশের দুই সদস্য তখন বলেন, 'আসামিদের বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হ্যান্ডকাফ পরিয়ে নেওয়ার ব্যাপারে পুলিশ সদর দফতরের নির্দেশনা রয়েছে।'
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, 'আসামিদের নিরাপত্তার স্বার্থে তাঁদের হ্যান্ডকাফ পরানোর নিয়ম রয়েছে। আর কোর্টরুমে আসার আগে সেটা খোলা হয়। তবে পুলিশ সদস্যরা আসামিদের আজকের আচরণ নিয়ে যেটা আমাদের বলেছেন, তা বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা।'
শাহজাহান খান বলেন, ‘প্রিজন ভ্যান থেকে নামার আগেই আমাকে পেছনে দুই হাতমোড়া করে হ্যান্ডকাফ পরানো হয়েছে। আর এজলাসে ওঠানোর পর হ্যান্ডকাফ খোলা হয়েছে। আমি তখন আপত্তি জানিয়ে পুলিশকে বলেছি, তোমরা আমাকে নামার আগেই হ্যান্ডকাফ পরাচ্ছ কেন? আমি কীভাবে গাড়ি থেকে নামবো? তারা আমার কোনও কথা শোনেনি।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস