কাশ্মীরের প্রভাব পাক শেয়ার বাজারে, আরও খাদের কিনারায় যাওয়ার আশঙ্কা
নয়াদিল্লি ও করাচি, ২৪ এপ্রিল (হি.স.): কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রভাব পড়েছে পাকিস্তানের শেয়ার বাজারে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পাকিস্তানের অর্থনীতি আরও খাদের কিনারায় যাবে বলে ওয়াকিবহাল মহলের আশঙ্কা। বৃহস্পতিবার দিনের শুরুতেই পাকিস্তানের বেঞ্চমার্ক সূচ
কাশ্মীরের প্রভাব পাক শেয়ার বাজারে, আরও খাদের কিনারায় যাওয়ার আশঙ্কা


নয়াদিল্লি ও করাচি, ২৪ এপ্রিল (হি.স.): কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রভাব পড়েছে পাকিস্তানের শেয়ার বাজারে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পাকিস্তানের অর্থনীতি আরও খাদের কিনারায় যাবে বলে ওয়াকিবহাল মহলের আশঙ্কা।

বৃহস্পতিবার দিনের শুরুতেই পাকিস্তানের বেঞ্চমার্ক সূচক কেএসই ১০০ পড়ে ১,০৮৬ পয়েন্ট। এরপর দিনের শেষে করাচি স্টক এক্সচেঞ্জের এই সূচক পড়েছে ২,২০৬ পয়েন্ট। চেজ সিকিওরিটিজের রিসার্চ ডাইরেক্টর ইউসুফ এম. ফারুখ বলেন, “ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে। আর তাতেই পড়েছে পাকিস্তানের বাজার।”

আমেরিকান ক্রেডিট রেটিং সংস্থা ফিচ জানিয়েছে, এই বছরের জুন মাসের মধ্যে ডলারের দাম পৌঁছে যাবে ২৮৫ পাকিস্তানি রুপিতে। আর বর্তমান অর্থবর্ষ শেষ হতে হতেই আরও বাড়বে ডলারের দাম।

টপলাইন সিকিওরিটিজের চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ সোহেল বলছেন, বর্তমান পরিস্থিতি বাজারের উপর প্রভাব পড়ছে। যদিও, আগেই আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ পাকিস্তানের দুর্বল অর্থনৈতিক বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। তাদের ঘোষণা অনুযায়ী ২.৬ শতাংশ বৃদ্ধির কথা সে দেশের অর্থনীতির।

প্রসঙ্গত, পেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ পর্যটকের। তারপরই ২৩ এপ্রিল বুধবার পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করে ভারত। ভারতে থাকা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয় নিজের দেশের ফেরত যাওয়ার জন্য। আর এই সবের জেরে আরও খারাপ হচ্ছে পাকিস্তানের অর্থনীতি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande