কৈলাসহর (ত্রিপুরা), ২৬ এপ্রিল (হি.স.) : শনিবার ঊনকোটি জেলার কৈলাসহরে অনুষ্ঠিত হল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহা। তার সঙ্গে ছিলেন কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, পিসিসি সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য, জেলা ও ব্লক কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
বৈঠকের সূচনায়, কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি 'সংবিধান বাঁচাও' কর্মসূচির গুরুত্ব নিয়ে বিস্তারিত মতবিনিময় হয় নেতৃবৃন্দের মধ্যে।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বৈঠকে জানিয়ে দেন, আগামী ২৯ এপ্রিল আগরতলায় অনুষ্ঠেয় কংগ্রেসের 'সংবিধান বাঁচাও' সমাবেশে ঊনকোটি জেলা থেকে ব্যাপক সংখ্যায় কর্মী-সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে দলের কর্মসূচি সফল করার আহ্বান জানান।
জেলা কংগ্রেসের পক্ষ থেকে মোহাম্মদ বদরুজ্জামান প্রদেশ সভাপতিকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। তিনি বলেন, “প্রদেশ কংগ্রেসের নির্দেশ মোতাবেক আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলব এবং নির্দিষ্ট কর্মসূচিগুলি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নেব।”
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das