বড়দিনের প্রাক্কালে লরেটো কলেজের থ্যাংকস গিভিং অনুষ্ঠান
কলকাতা, ২৩ ডিসেম্বর (হি.স.): বড়দিনের প্রাক্কালে কলকাতার লরেটো কলেজের উদ্যোগে হয়ে গেল থ্যাংকস গিভিং অনুষ্ঠান। সম্প্রতি কলেজ প্রাঙ্গণে গোধূলি লগ্নে বড়দিনের আমেজ তৈরি হলো ''পিলগ্রিমস অফ হোপ'' শীর্ষক এই অনুষ্ঠানে। কলেজের পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী,
বড়দিনের প্রাক্কালে লরেটো কলেজের থ্যাংকস গিভিং অনুষ্ঠান


বড়দিনের প্রাক্কালে লরেটো কলেজের থ্যাংকস গিভিং অনুষ্ঠান


কলকাতা, ২৩ ডিসেম্বর (হি.স.): বড়দিনের প্রাক্কালে কলকাতার লরেটো কলেজের উদ্যোগে হয়ে গেল থ্যাংকস গিভিং অনুষ্ঠান। সম্প্রতি কলেজ প্রাঙ্গণে গোধূলি লগ্নে বড়দিনের আমেজ তৈরি হলো 'পিলগ্রিমস অফ হোপ' শীর্ষক এই অনুষ্ঠানে। কলেজের পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী, সহযোগী সংস্থা এবং কর্মীদের পরিবার-পরিজনদের আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের সূচনা করেন টিচার ইন চার্জ সিস্টার ডঃ এ নির্মলা। আমন্ত্রিত অতিথিদের কৃতজ্ঞতা জানান সিস্টার| ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান| তাতে ছাত্রীদের আদিবাসী নৃত্য পরিবেশনা যেমন ছিল, তেমনই ছাত্রীদের বিভিন্ন শৈল্পিক উপস্থাপনায় মিলে মিশে যায় প্রাচ্য ও পাশ্চাত্যের সাংস্কৃতিক ঘরানা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ক্রিসমাস প্যাজেন্ট বা ন্যাটিভিটি প্লে। ক্যারলের আবহে ছাত্রীদের মঞ্চাভিনয় প্রভু যীশু খ্রিস্টের জন্মকাহিনী তুলে ধরে| এর মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেয় বড়দিনের বার্তা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande