মুম্বই, ২৭ এপ্রিল (হি.স.): মুম্বইয়ে আগুন লাগল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে। রবিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ ইডি-র দফতরে আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়া রয়েছে। দফতরে মজুত বহু নথিপত্র পুড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও হতাহতের কোনও খবর মেলেনি।
রবিবার ভোররাতে ইডি-র দফতরে আগুন লাগে। মুম্বইয়ের ব্যালার্ড পিয়ারে অবস্থিত কায়সার-ই-হিন্দ ভবনে রয়েছে ইডি-র দফতর। বালার্ড এস্টেট এলাকায় গ্র্যান্ড হোটেলের সামনেই একটি ছ’তলা ভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর। ভোররাত আড়াইটে নাগাদ সেখান থেকে দমকলের কাছে ফোন যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল আগুন নেভানোর কাজ শুরু করেছিল। কিন্তু আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। ফলে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোর ৪.২১ মিনিটে আগুনের তীব্রতা ৩-এ পর্যায়ে পৌঁছেছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ