আগরতলা, ২৮ এপ্রিল (হি.স.) : পাচারকালে আগরতলা রেল স্টেশনে ২ লক্ষ ৬২ হাজার টাকার শুকনো গাঁজা উদ্ধার করেছে আরপিএফ৷ ঘটনা রবিবার সন্ধ্যায়৷ এই গাঁজা কে বা কারা পাচার করছিল তা চব্বিশ ঘন্টা পরও খোলাসা করতে পারেনি নিরাপত্তাকর্মীরা৷
আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস সোমবার জানিয়েছেন, আরপিএফ জওয়ানরা রবিবার সন্ধ্যায় রানী কমলাপতি এক্সপ্রেস থেকে এই গাঁজা বাজেয়াপ্ত করেছে পাঁচটি দাবিহীন ব্যাগ থেকে৷ পাঁচটি ব্যাগে মোট সতেরো কেজি পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে৷ এই গাঁজার কালোবাজারি মূল্য প্রায় ২ লক্ষ ৬৫ হাজার টাকা৷
ওসি জানিয়েছেন, রানী কমলাপতি এক্সপ্রেস আগরতলা রেল স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ আগেই আরপিএফ জওয়ানরা রেলে তল্লাসি চালিয়ে এই গাঁজার ব্যাগগুলি পায়৷ তবে দাবিহীন অবস্থায় ছিল ওই ব্যাগগুলি৷ ধারণা করা হচ্ছে আরপিএফের তল্লাসি অভিযান টের পেয়ে পাচারকারিরা সরে গিয়েছে৷ এই ব্যাপারে জিআরপি থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে৷
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das