বৃষ্টির সৌজন্যে আবহাওয়া মনোরমই, পারদ-পতন দক্ষিণবঙ্গে
কলকাতা, ২৪ মে (হি.স.): বৃষ্টির সৌজন্যে আবহাওয়া মনোরমই রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তাপমাত্রাও কিছুটা কমতে পারে। তবে, বৃষ্ট
সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া, দক্ষিণবঙ্গে ফের পতন তাপমাত্রায়


কলকাতা, ২৪ মে (হি.স.): বৃষ্টির সৌজন্যে আবহাওয়া মনোরমই রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তাপমাত্রাও কিছুটা কমতে পারে। তবে, বৃষ্টি থামলেই গরম এবং অস্বস্তি বজায় থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৯ মে পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের সর্বত্রই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ৩০ মে থেকে ৫ জুন পর্যন্তও বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি সেলসিয়াস নীচে। আবার আগামী ২৭ মে পশ্চিম-মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুই দিনে সেই নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে ২৮ মে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও এক অথবা দুই স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande