বারাণসীতে চিতার আতঙ্ক! ২৪ ঘণ্টায় আহত ৩ জন গ্রামবাসী
বারাণসী ২৪ মে (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীতে চিতার আতঙ্ক! বিগত ২৪ ঘণ্টায় বারাণসীর চিরাই গ্রামে চিতার হামলায় আহত হয়েছেন ৩ জন গ্রামবাসী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় চিতাবাঘের আক্রমণে তিন গ্রামবাসী আহত হওয়ায় চিরাই গ্রামে আতঙ্ক বিরাজ কর
বারাণসীতে চিতার আতঙ্ক! ২৪ ঘণ্টায় আহত ৩ জন গ্রামবাসী


বারাণসী ২৪ মে (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীতে চিতার আতঙ্ক! বিগত ২৪ ঘণ্টায় বারাণসীর চিরাই গ্রামে চিতার হামলায় আহত হয়েছেন ৩ জন গ্রামবাসী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় চিতাবাঘের আক্রমণে তিন গ্রামবাসী আহত হওয়ায় চিরাই গ্রামে আতঙ্ক বিরাজ করছে। পাঁচটি জেলার বন বিভাগের দল, পুলিশ-সহ, দুই দিন ধরে প্রাণীটিকে ধরার চেষ্টা করছে। চলমান উদ্ধার প্রচেষ্টার মধ্যেও স্থানীয়রা আতঙ্কে রয়েছে। শনিবার সকালে একজন স্থানীয় বাসিন্দা বলেছেন, এখানে আতঙ্ক বিরাজ করছে। দলটি চিতাবাঘটিকে খুঁজে বের করার চেষ্টা করেছে, কিন্তু এখনও পর্যন্ত চিতার খোঁজ মেলেনি। গত রাতে দেখা গিয়েছিল, শনিবার সকাল পর্যন্ত দেখা যায়নি। গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande