ইউপিএসসি-র সিভিল সার্ভিসেস পরীক্ষার দিন দু’ঘণ্টা আগে চালু হবে নর্থ-সাউথ মেট্রো
কলকাতা, ২৪ মে (হি.স.): ইউপিএসসি আয়োজিত সিভিল সার্ভিসেস (প্রাইমারি) পরীক্ষার দিন দু’ঘণ্টা আগে চালু করা হবে নর্থ-সাউথ মেট্রো। রবিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ন’টার পরিবর্তে সকাল সাতটায় প্রান্তিক স্টেশন থেকে পরিষেবা শুরু হবে। সপ্তাহের ছুটির দিন
ইউপিএসসি-র সিভিল সার্ভিসেস পরীক্ষার দিন দু’ঘণ্টা আগে চালু হবে নর্থ-সাউথ মেট্রো


কলকাতা, ২৪ মে (হি.স.): ইউপিএসসি আয়োজিত সিভিল সার্ভিসেস (প্রাইমারি) পরীক্ষার দিন দু’ঘণ্টা আগে চালু করা হবে নর্থ-সাউথ মেট্রো। রবিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ন’টার পরিবর্তে সকাল সাতটায় প্রান্তিক স্টেশন থেকে পরিষেবা শুরু হবে। সপ্তাহের ছুটির দিন পরীক্ষার্থী ও অভিভাবকদের সুষ্ঠুভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে নর্থ-সাউথ মেট্রো করিডরে রবিবার বাড়তি আটটি পরিষেবাও চালাবে রেল।

অন্যান্য রবিবার দেশের প্রথম মেট্রো পথে দিনে ১৩০টি পরিষেবা পান যাত্রীরা। ২৫মে, রবিবার তা বেড়ে হবে ১৩৮টি। মেট্রোর তরফে জানানো হয়েছে, সকাল সাতটা থেকে ন’টা পর্যন্ত প্রথম দু’ঘণ্টায় ৩০ মিনিট অন্তর পরিষেবা পাবেন যাত্রীরা। দিনের প্রথম মেট্রোর সময়সূচি দু’ঘণ্টা এগিয়ে এলেও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে। কবি সুভাষ ও দক্ষিণেশ্বর দুই প্রান্তিক স্টেশন থেকে যথাক্রমে রাত ৯টা ২৭ মিনিট ও রাত ৯টা ৩৩ মিনিটে যাত্রা করবে ট্রেন।

ওদিন হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। অন্যান্য রবিবারের মতো শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ, জোকা-মাঝেরহাট ও কবি সুভাষ-হেমন্ত মুখার্জি রুটে পরিষেবা বন্ধ থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande