আগরতলা, ২৪ মে (হি.স.) : ত্রিপুরায় ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে গভীর হচ্ছে উদ্বেগ প্রকাশ করেছে প্রদেশ যুব কংগ্রেস। শনিবার আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেসের মুখপাত্র সাহাজান ইসলাম এবং সভাপতি নীল কমল সাহা বিভিন্ন সরকারি বিভাগে অসংখ্য পদ শূন্য থাকা সত্ত্বেও বিজেপি নেতৃত্বাধীন সরকার এই সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন।
প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা উল্লেখ করেছেন যে ত্রিপুরায় বেকারত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবুও মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রিসভার মন্ত্রীরা চাকরি বরাদ্দের বিষয়ে 'অসঙ্গতিপূর্ণ পরিসংখ্যান' প্রদান করে চলেছেন।
যুব কংগ্রেস মুখপাত্র সাহাজান ইসলাম ২০২৪-২৫ বিধানসভা অধিবেশনের তথ্য উল্লেখ করে বলেন ৩১,০০০ এরও বেশি পদ শূন্য রয়েছে। তিনি বলেন, ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে বিধায়ক সুদীপ রায় বর্মনের উত্থাপিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই তথ্য প্রদান করেছেন।
যুব কংগ্রেস কর্মসংস্থানের পরিসংখ্যান সম্পর্কে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার দাবির মধ্যে অসঙ্গতির সমালোচনা করেছে। যুব কংগ্রেস নেতৃত্ব মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে দেওয়া একাধিক পরস্পরবিরোধী বক্তব্য তুলে ধরে বলেন, চাকরি দেওয়ার সংখ্যা নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ১৩,০০০ থেকে ২০২৫ সালের মে মাসে ১৯,২৬২। যুব কংগ্রেসের বক্তব্য এই অতিরিক্ত ৬,০০০ চাকরি কোথায় এবং কোন বিভাগের অধীনে বিতরণ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das