আগরতলা ও গুয়াহাটি (নারাঙ্গি) এর মধ্যে নতুন ট্রেনের অনুমোদন
আগরতলা, ২৪ মে (হি.স.) : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেবের আগরতলা ও গুয়াহাটির মধ্যে একটি নতুন ট্রেন পরিষেবা চালু করার প্রস্তাব রেল মন্ত্রক গ্রহণ করেছে। আগরতলা এবং গুয়াহাটি (নারাঙ্গি) এর মধ্যে নতুন ট্রেনটি ত্রিপুরার রেল যোগাযোগকে
রেল পরিষেবা


আগরতলা, ২৪ মে (হি.স.) : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেবের আগরতলা ও গুয়াহাটির মধ্যে একটি নতুন ট্রেন পরিষেবা চালু করার প্রস্তাব রেল মন্ত্রক গ্রহণ করেছে।

আগরতলা এবং গুয়াহাটি (নারাঙ্গি) এর মধ্যে নতুন ট্রেনটি ত্রিপুরার রেল যোগাযোগকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

গত ২২ এপ্রিল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে বৈঠকে বিপ্লব কুমার দেব রাজ্যে রেল যোগাযোগ উন্নত করার জন্য জোর দিয়েছিলেন। তাঁর অন্যতম প্রধান দাবি ছিল আগরতলা এবং গুয়াহাটিকে আরও কার্যকরভাবে যুক্ত করে সাধারণ জনগণের সুবিধার্থে একটি নতুন এক্সপ্রেস ট্রেন চালু করা।

মাত্র এক মাসেই সাংসদ বিপ্লব কুমার দেব রেলমন্ত্রীর কাছ থেকে নতুন পরিষেবা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে একটি সরকারী চিঠি পান। জবাবে, বিপ্লব কুমার দেব দ্রুত সাড়া দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে একটি চিঠির মাধ্যমে কেন্দ্রীয় রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২২ এপ্রিলের বৈঠকে কেন্দ্রীয় রেলমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেবকে আশ্বস্ত করেছিলেন যে তাঁর অনুরোধ গুরুত্ব সহকারে নেওয়া হবে। বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন ত্রিপুরায় বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছিল, যা উত্তর-পূর্বাঞ্চলে যোগাযোগকে শক্তিশালী করেছে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande