তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৪ মে (হি.স.) : আড়াই লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার দুই নেশা কারবারি৷ ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অধীন মোহরছড়ার নতুনপল্লিতে৷ পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে৷
তেলিয়ামুড়ার এসডিপিও পান্নালাল সেন জানিয়েছেন, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে মোহরছড়ার নতুনপল্লির বাসিন্দা প্রভারঞ্জন দেবনাথের বাড়িতে নেশা সামগ্রী মজুত রাখা হয়েছে৷ এই নেশা সামগ্রী বিক্রি করা হবে৷ এই নেশা সামগ্রী বিক্রির সাথে সরাসরি জড়িত রয়েছে প্রভারঞ্জন দেবনাথের ভাগ্নে তথা তুইসিন্দ্রাইয়ের বাসিন্দা জয়দেব দেবনাথ৷
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশের একটি টিম স্থানীয় ডিসিএমকে সাথে নিয়ে প্রভারঞ্জন দেবনাথের বাড়িতে তল্লাসি চালায়৷ তল্লাসি চালিয়ে দুটি ক্যাইসে চবিবশ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়৷ সেই সাথে গ্রেফতার করা হয়েছে মাম-ভাগ্নে যথাক্রমে প্রভারঞ্জন দেবনাথ এবং জয়দেব দেবনাথকে৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ