কলকাতা, ২৪ মে (হি.স.): আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরিহারাদের পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, যতই আন্দোলন হোক চাকরি তাঁরা ফিরে পাবেন না। স্বাভাবিকভাবেই এই কথা শুনে আশাহত হয়েছেন চাকরিহারাদের একাংশ।
শনিবার সকালে আন্দোলনরত চাকরিহারাদের একাংশ দেখা করতে গেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আইনজীবী তাঁদের স্পষ্ট জানিয়ে দেন, ''আপনারা কেউ চাকরি ফিরে পাবেন না। আপনাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে, তার জন্য তৈরি হন।''
একই সঙ্গে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিকাশ। তাঁর সাফ কথা, সরকার চাকরিহারাদের ভুল বোঝাচ্ছে। রিভিউ পিটিশন করেও কোনও লাভ হবে না। তাঁদের আরও একটি বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। বলেন, যোগ্য-অযোগ্যদের যে তালিকায় ৭ হাজার ২৫০ জনের কথা বলা হচ্ছে সেই সংখ্যাও নাকি ঠিক নয়।
বিকাশববাবুর দাবি, আরও বেশ কয়েকজন রয়েছে এই অযোগ্য তালিকায়। ফলত সব মিলিয়ে তাঁর বাড়ি থেকে নিরাশ হয়েই ফিরতে হয় চাকরিহারাদের।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত