গাইঘাটা , ২৪ মে (হি.স.) : উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার যশোর রোডের পাশে সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মাণের অভিযোগ উঠেছে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগের তির কাঞ্চন দাস ও অসিত দাস নামে দুই দোকানদারের দিকে। শুধু রাস্তার পাশেই নয়, অভিযোগ রয়েছে—জেলা পরিষদের একটি পুকুরের উপরে পিলার দিয়ে নির্মাণ করেছেন অভিযুক্তরা।
পঞ্চায়েত সূত্রে খবর, স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ পেয়ে অবিলম্বে পদক্ষেপ নেয় ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান জয়দেব হাজরা জানান, “স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানানোয় পঞ্চায়েত থেকে দুই অভিযুক্তকে নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে। এলাকাটি পরিদর্শনের পর প্রশাসনিকভাবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কাঞ্চন দাস ও অসিত দাস নোটিশ পাওয়ার পর কাজ বন্ধ রেখেছেন ঠিকই, তবে সামনের দিকে আর একটি দোকানের নির্মাণকাজ এখনও চলছে। ওই নির্মাণ নিয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।
অভিযোগ অস্বীকার না করে অভিযুক্ত কাঞ্চন দাস বলেন, “রাস্তার ধারে অনেকেই যেভাবে সরকারি জায়গায় দোকান করেছে, আমিও করেছি। প্রশাসন যদি মনে করে নির্মাণ ভেঙে দেবে, আমার কোনও আপত্তি থাকবে না।”
এই বিষয়ে শনিবার প্রতিক্রিয়া জানিয়ে গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, “সরকারি জমি দখল করে যেকোনও ধরনের নির্মাণ আইনবিরুদ্ধ। এই বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করা উচিত। কোনও পক্ষপাত যেন না থাকে, সেটা দেখতে হবে।”
সরকারি জমি দখলের ঘটনা ঘিরে এলাকা জুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশাসনের তরফে কবে এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়, সে দিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়