ঝাড়খণ্ডে নিকেশ এক মাওবাদী নেতা, মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা
রাঁচি, ২৪ মে (হি.স.): ঝাড়খণ্ডের লতিহারে এক মাওবাদী নেতাকে নিকেশ করেছে সুরক্ষা বাহিনী। তার নাম পাপ্পু লোহারা। মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। ঝাড়খণ্ড জন মুক্তি পরিষদের নেতা ছিল সে। তবে শুধুই পাপ্পুই নয়, তার সহকারী প্রভাত গঞ্জুকেও নিকেশ করেছে জওয়ানরা। তার
ঝাড়খণ্ডে নিকেশ এক মাওবাদী নেতা, মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা


রাঁচি, ২৪ মে (হি.স.): ঝাড়খণ্ডের লতিহারে এক মাওবাদী নেতাকে নিকেশ করেছে সুরক্ষা বাহিনী। তার নাম পাপ্পু লোহারা। মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। ঝাড়খণ্ড জন মুক্তি পরিষদের নেতা ছিল সে। তবে শুধুই পাপ্পুই নয়, তার সহকারী প্রভাত গঞ্জুকেও নিকেশ করেছে জওয়ানরা। তার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। তাদের সঙ্গে থাকা এক মাওবাদীকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র।

দেশজুড়ে মাওবাদী দমন অভিযানে এটি আরও একটি বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে। গত বছরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন আগামী ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী বলে কিছুই থাকবে না। তারপর থেকেই নিরাপত্তা বাহিনীকে মাওবাদী দমনে মুক্ত হস্ত দেওয়া হয়। যার ফলে এসেছে সাফল্য। মাওবাদী দমনে বড় সাফল্য আসে তিনদিন আগেই। ছত্তিশগড়ের নারায়ণপুর ও দান্তেওয়াড়া সীমান্তে বাহিনীর হাতে নিকেশ হয় কমপক্ষে ২৬ জন মাওবাদী। মৃতের তালিকায় নাম ছিল মাও কমান্ডার বাসবরাজেরও। দীর্ঘদিন ধরে মাও আন্দোলনের সামরিকগত এবং কৌশলগত কার্যক্রম পরিচালনা করছিল সে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande