বিশালগড় (ত্রিপুরা), ২৪ মে (হি.স.) : পুলিশ ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। তবে পুলিশকে তাদের কাজ করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। পুলিশের আবার সেই কাজ করার স্বাধীনতায় অনেকেই হস্তক্ষেপ করার চেষ্টা করে, কিন্তু পুলিশ তার কর্তব্য পালনে সর্বদা এগিয়ে থাকে। ঠিক তারই প্রমাণ মিলল শনিবার দুপুরে।
জানা গিয়েছে, গত বুধবার গভীর রাতে বিশালগড় থানাধীন ধ্বজনগর এলাকার বিল্লাল মিয়ার বাড়ি থেকে টিআর০৭এ৯১৩৭ নাম্বারের পালসার বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। সেই বিষয়ে বৃহস্পতিবার সকালে বিশালগড় থানায় বিল্লাল মিঞার পরিবারের পক্ষ থেকে একটি চুরির মামলা দায়ের করা হয়।
বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পাল উক্ত মামলাটি নিয়ে দ্রুত তদন্তে নামেন। ভারত-বাংলাদেশ সীমান্তে প্রত্যেক জায়গায় বাইকটি চুরি হয়ে যাওয়ার বিষয়ে বার্তা পাঠান। এদিকে চোরের দল বাইকটি পাচার করতে না পেরে কমলাসাগর বিধানসভার অন্তর্গত হরিশনগর চা বাগান সংলগ্ন একটি গভীর জঙ্গলে বাইকটি ফেলে পালিয়ে যায়।
শনিবার দুপুরে গোপন খবরে ভিত্তিতে পুলিশে হরিশনগর চা বাগান সংলগ্ন গভীর জঙ্গল থেকে বিল্লাল মিয়ার চুরি যাওয়া বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি এদিন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর, মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত, বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন নৌকাঘাট এলাকায় যেখানে প্রতিনিয়ত বাইক চুরি হচ্ছে সেই জায়গাটি সরজমিনে পরিদর্শন করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ