আগরতলা, ২৪ মে (হি. স.) : কৃষি হচ্ছে দেশের মূল ভিত্তি। তাই কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারও সমান গুরুত্ব দিয়েছে কৃষিতে। এর পরিপ্রেক্ষিতে ২৯ রাজ্যব্যাপী শুরু হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচি। তা চলবে ১২জুন পর্যন্ত। এই কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে শনিবার রাজধানী আগরতলার এডি নগর এলাকার স্টেট এগ্রিকালচার স্টেশনের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।
এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, রাজ্য ফার্মার্স ক্লাবের সভাপতি প্রদীপ বরণ রায়, এডিসির কৃষি দপ্তরের কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডঃ ফনি ভূষণ জামাতিয়া, স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের প্রধান ডঃ উত্তম সাহা সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্যের আটটি জিলা পরিষদের সভাধিপতি সহ-সভাপতি সহ অন্যান্য নির্বাচিত সদস্যরা। সেই সঙ্গে প্রাণীসম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এই সংকল্প যাত্রার কর্মসূচি হিসেবে কি কি কাজ করা হবে, কোথায় কোথায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে, কারা এই কর্মসূচিতে অংশ নেবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের বৈঠকে।
বৈঠক শেষে কৃষি মন্ত্রী রতনলাল নাথ জানান, ২৯ মে রাজ্যের চব্বিশটি জায়গাতে একই সঙ্গে এই কর্মসূচির সূচনা করা হবে। তিন দফার কর্মসূচি অনুষ্ঠিত হবে। কৃষকদের সুবিধা সম্বলিত সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয় তুলে ধরার জন্য মোবাইল ডিসপ্লে ভ্যান বিভিন্ন জায়গায় ঘুরবে। পাশাপাশি মাটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ভ্রাম্যমান মৃত্তিকা গবেষণাগার রাখা হবে এই কর্মসূচিগুলিতে।
কৃষি মন্ত্রী আরও বলেন, কৃষকদের বুঝার সুবিধার জন্য বাংলা ও ককবরক ভাষায় আধিকারিকরা কথা বলবেন। কৃষি সুবিধা সম্বলিত লিফলেট বিতরণ করা হবে। দল-মত নির্বিশেষে সকল কৃষক এবং জনপ্রতিনিধিদেরকে এই কর্মসূচিতে উপস্থিত রাখা হবে বলেও জানান। সব মিলিয়ে কর্মসূচিকে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে এদিনের এই বৈঠকের আয়োজন করা হয়।
এদিন বৈঠকের পাশাপাশি স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে যে প্রাকৃতিক কৃষি করা হচ্ছে এই বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখান ডঃ উত্তম সাহা। সেই সঙ্গে প্রাকৃতিক কৃষি পদ্ধতির একটি প্রদর্শনী স্টল খোলা হয়। মন্ত্রীসহ উপস্থিত অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা স্টলটি ঘুরে দেখেন। গবেষণা কেন্দ্রের মাঠে প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে চাষবাস করা হচ্ছে। সকলে এই কৃষি মাঠ ঘুরে দেখেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ