ডিমা হাসাও জেলায় কিশোরীর শ্লীলতাহানি, হাফলঙে গ্ৰেফতার চার অভিযুক্ত
হাফলং (অসম), ২৪ মে (হি.স.) : ডিমা হাসাও জেলায় এক কিশোরীর শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের অভিযোগে হাফলং পুলিশ চার যুবককে গ্রেফতার করেছে। গত ২০ মে ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙে এই ঘটনা সংগঠিত হয়েছে। চার যুবক সংঘবদ্ধভাবে এক কিশোরীর শ্লীলতাহানির পাশাপাশি
ডিমা হাসাও জেলায় কিশোরীর শ্লীলতাহানি, হাফলঙে গ্ৰেফতার চার অভিযুক্ত


হাফলং (অসম), ২৪ মে (হি.স.) : ডিমা হাসাও জেলায় এক কিশোরীর শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের অভিযোগে হাফলং পুলিশ চার যুবককে গ্রেফতার করেছে।

গত ২০ মে ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙে এই ঘটনা সংগঠিত হয়েছে। চার যুবক সংঘবদ্ধভাবে এক কিশোরীর শ্লীলতাহানির পাশাপাশি যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ।

এই ঘটনার খবর পেয়ে হাফলং সদর থানার পুলিশ ২২ মে ২৫/২০২৫ নম্বরে স্বতঃপ্রণোদিত এক মামলা রুজু করে অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করেছে। ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, জনৈক নাবালিকাকে চার যুবক মিলে যৌন নির্যাতন চালানো সহ শ্লীলতাহানির খবর পেয়ে হাফলং সদর থানার পুলিশ গত ২২ মে অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করে।

অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, চার অভিযুক্তের মধ্যে দুই অভিযুক্ত নাবালক। তাই তাদের জুবিনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করানো হলে জুবিনাইল জাস্টিস বোর্ড দুই নাবালককে শিলচর জুবিনাইল অবজারবেশনে পাঠিয়ে দিয়েছে। তাছাড়া অন্য বাকি দুই অভিযুক্তকে হাফলং সিজেএম আদালতে নিয়ে যাওয়া হলে আদালত ওই দুই অভিযুক্তকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande