মালদার বাড়িতে এল পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ
মালদা, ২৪ মে (হি.স.): সংসারের হাল ধরতে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন মালদার এক তরুণ। শনিবার সকালে মালদায় তাঁর বাড়িতে এল কফিনবন্দি দেহ। মালদার ইংলিশ বাজার ব্লকের শোভানগর অঞ্চলের মাদিয়া বাধাগাছ গ্রামের ঘটনা। মৃতের নাম শেখ বুলু (২৫)। সূত্রের খবর, ওই পরি
মালদার বাড়িতে এল পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ


মালদা, ২৪ মে (হি.স.): সংসারের হাল ধরতে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন মালদার এক তরুণ। শনিবার সকালে মালদায় তাঁর বাড়িতে এল কফিনবন্দি দেহ। মালদার ইংলিশ বাজার ব্লকের শোভানগর অঞ্চলের মাদিয়া বাধাগাছ গ্রামের ঘটনা।

মৃতের নাম শেখ বুলু (২৫)। সূত্রের খবর, ওই পরিযায়ী শ্রমিক কর্নাটকে কাজ করতে গিয়েছিলেন। মঙ্গলবার পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। শেখ বুলুর পরিবারের পাশে থাকার পাশাপাশি তাঁর দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন স্থানীয় জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকি।

পরিবার সূত্রের খবর, শেখ বুলু তাঁর স্ত্রী খুশবারি খাতুন দুই সন্তানকে নিয়ে মাদিয়া বাধাগাছ গ্রামে থাকতেন। কিন্তু অভাবের সংসারে রোজগারের আশায় মাস চারেক আগে তিনি কর্নাটকের হুবলি জেলায় টাওয়ার বসানোর কাজে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে টাওয়ার তৈরির সরঞ্জাম গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande