কদমতলা (ত্রিপুরা), ২৪ মে (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় বেশ কিছুদিন যাবত প্রায় প্রতিদিন চুরি ডাকাতির ঘটনা ঘটছে। কখনো দোকানে কখনো বাড়ি ঘরে। শুক্রবার রাতে ধর্মনগর মহকুমার কদমতলা থানার অন্তর্গত পশ্চিম ইছাই লালছড়ার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশুতোষ নাথের ঘরে হানা দিয়ে নগদ অর্থ সহ স্বর্ণালংকার নিয়ে চম্পট দিল ডাকাত দল।
আশুতোষ নাথ বলেন শুক্রবার রাত বারোটা নাগাদ রাতের খাবার খেয়ে সকলে ঘুমিয়ে পড়েন। বাড়িতে প্রবেশ করে প্রথম রান্নাঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে এবং ভেতরের দরজা ভাঙ্গার সময় শব্দ পেয়ে জেগে যান আশুতোষ নাথ। তিনি দেখতে পান ঘরের ভেতরে মুখ বাধা অবস্থায় দু'জন ব্যক্তি। হাতে ধারালো অস্ত্র ছিল।
আশুতোষ নাথ তাদেরকে বলেন তারা কি চায়। তারা বলে ঘরে টাকাপয়সা, স্বর্ণালঙ্কার যা আছে বের করে দিতে। তখন তিনি বলেন টাকা ঘরে নেই। তারপরেই ডাকাতরা গৃহকর্তাকে বেঁধে ঘরে থাকা সমস্ত আলমিরা খুলে তছনছ করে দেয়। নগদ প্রায় ৪০ হাজার টাকার মত ছিল। ডাকাতরা টাকা নেওয়ার পর পরিবারের অন্যান্য মহিলাদের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
শনিবার সকালে কদমতলা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে কদমতলা থানার পুলিশ যায় ঘটনাস্থলে। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ