খোয়াই (ত্রিপুরা), ২৪ মে (হি.স.) : সদ্য প্রয়াত বাম নারী নেত্রী গৌরী পালের স্মরণ সভা অনুষ্ঠিত খোয়াইয়। স্মরণ সভায় উপস্থিত থেকে প্রয়াত নেত্রীকে লড়াকু নেত্রী হিসেবে অভিহিত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
খোয়াইতে সিপিআইএম দলের উদ্যোগে সদ্য প্রয়াত বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব তথা গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা গৌরী পালের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এই স্মরণ সভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম দলের অন্যতম শীর্ষ নেতা মানিক সরকার, বিধায়ক নির্মল বিশ্বাস, পার্টির তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ, গৌরি পালের স্বামী তথা ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য নেতা অজয় ঘোষ সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃত্ব সহ একাংশ কর্মী সমর্থকরা প্রয়াত নারী নেত্রীর প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে আবেগ ঘন পরিস্থিতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গৌরী পালের স্মৃতিচারণা করার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মানিক সরকার রাজনৈতিক জীবনের সাথে সম্পৃক্ত গৌরী পালের বিভিন্ন ভূমিকা এবং স্মৃতি বিজড়িত ঘটনাগুলিকে স্মৃতির পাতা থেকে তুলে এনে আগামী দিনে গৌরি পাল তাঁর নিজের কাজের মধ্য দিয়ে অমর হয়ে থাকবেন বলে দাবি করেন। পাশাপাশি প্রয়াত গৌরী পালের অসমাপ্ত কাজকে আগামী দিনে সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে সমাপ্ত করার জন্য দলীয় কর্মী সমর্থক এবং নেতৃত্বদের প্রতি আহ্বান রাখেন মানিক সরকার।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ