সাব্রুমে কংগ্রেসের “সংবিধান বাঁচাও” কর্মসূচি, গণতন্ত্র রক্ষায় শহরজুড়ে মিছিল ও পথসভা
সাব্রুম (ত্রিপুরা), ২৪ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে শনিবার এক বর্ণাঢ্য মিছিল ও পথসভার মাধ্যমে অনুষ্ঠিত হল “সংবিধান বাঁচাও” কর্মসূচি। বিকেল চারটায় সাব্রুম থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস
কংগ্রেসের মিছিল


সাব্রুম (ত্রিপুরা), ২৪ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে শনিবার এক বর্ণাঢ্য মিছিল ও পথসভার মাধ্যমে অনুষ্ঠিত হল “সংবিধান বাঁচাও” কর্মসূচি। বিকেল চারটায় সাব্রুম থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে হাসপাতাল চৌমুহনীতে গিয়ে পথসভায় পরিণত হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার কংগ্রেস সভাপতি মৃদুল পাটারী, সাব্রুম ব্লক কংগ্রেস সভাপতি মনোরঞ্জন দত্ত, প্রবীণ কংগ্রেস নেতা সুশীল দে ও চেলাফ্রু মগ। নেতৃত্বদের পেছনে পেছনে দলীয় কর্মী-সমর্থক কংগ্রেসের পতাকা হাতে নিয়ে “সংবিধান বাঁচাও, গণতন্ত্র রক্ষা করো” ধ্বনি তুলে শহরজুড়ে অগ্রসর হন।

মিছিল চলাকালীন পথচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা যায়।

বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মিছিলকারীরা। তাঁদের অভিযোগ, দেশের সংবিধান ও গণতান্ত্রিক কাঠামোকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এবং সাধারণ মানুষের অধিকার হরণ করার চেষ্টা চলছে।

হাসপাতাল চৌমুহনীতে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন এনএসইউআই রাজ্য কমিটির কনভেনার আমীর হুসেন। তিনি বলেন, “দেশের সংবিধান আজ সংকটে। শিক্ষিত যুব সমাজের দায়িত্ব গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য এগিয়ে আসা। এই আন্দোলন শুধুই কংগ্রেসের নয়, বরং সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের।”

পথসভায় অন্যান্য নেতারাও কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হন। তাঁদের দাবি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সংকট সৃষ্টির পাশাপাশি সংবিধানকে খর্ব করার অপচেষ্টা চলছে, যার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা জরুরি।

কংগ্রেস নেতাদের মতে, ভবিষ্যতে এমন আরও কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগিয়ে তোলাই তাঁদের লক্ষ্য।

এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক বার্তা নয়, বরং দেশের সংবিধান ও গণতন্ত্রের প্রতি মানুষের দায়িত্ববোধেরই প্রতিফলন— এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande