সাব্রুম (ত্রিপুরা), ২৪ মে (হি.স.) : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূরণ হতে চলেছে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমাবাসীর বহুদিনের স্বপ্ন। সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে সাতচাঁদ ব্লক থেকে সিন্ধুক পাথর হয়ে বনকুল মহামুনি পর্যন্ত প্রায় ৯.৫ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ জোরকদমে চলেছে।
দীর্ঘদিন অবহেলিত এই রাস্তাটি অবশেষে চওড়া এবং উন্নতমানের হচ্ছে, যা ঘিরে এলাকাবাসীর মধ্যে চরম উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছিল। বর্তমানে পথচারী ও যানচালকদের মতে, শুধু যাতায়াতই নয়, এই রাস্তাটি এলাকার সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
এই প্রসঙ্গে এলাকার বিধায়ক মাইলাফ্রু মগ জানান, বনকুল মহামুনি বুদ্ধ মন্দির একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক এখানে আসেন। তবে ভগ্নদশা রাস্তায় যাতায়াত করতে গিয়ে পর্যটকদের যেমন সমস্যা হত, তেমনই এলাকাবাসীও চরম অসুবিধার সম্মুখীন হতেন।
তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে কথা বলি এবং গুরুত্ব বোঝাই। সেই অনুযায়ী পর্যটন দপ্তরের ফান্ড থেকে প্রায় ৮.৫ কোটি টাকা সাব্রুম পূর্ত দপ্তরকে বরাদ্দ করা হয়েছে।” এই বরাদ্দেই নির্মাণ করা হচ্ছে রাস্তার ৯.৫ কিলোমিটার দীর্ঘ অংশ।
এই রাস্তাটি উন্নত হলে শুধু পর্যটকদের সুবিধা হবে না, বরং ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, স্থানীয় অর্থনীতি এবং শিক্ষার্থীদের যাতায়াতেও অনেক সুবিধা হবে— এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। সার্বিকভাবে বলা যায়, সাব্রুম মহকুমার এই রাস্তাটির উন্নয়ন যেন সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এক বাস্তব রূপ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ