পাটনা, ২৪ মে (হি.স.): উত্তরাখন্ড–এর মাদ্রাসাগুলি তাদের পাঠ্যক্রমে অপারেশন সিঁদুর অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়কে সাধুবাদ জানালেন বিহারের ভারতীয় জনতা পার্টি (বিজেপি)–র রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল।
তিনি বলেন, ছোটবেলা থেকেই আমরা মহান নেতা এবং বীরদের গল্প বইয়ের পাতায় দেখেছি, যা আমরা স্কুলেও পড়েছি। যখন আমরা এই ধরনের গল্প পড়ি, সেখানে যদি আমাদের দেশের সেনাবাহিনীর সাহসিকতা এবং বীরত্ব পড়ানো হয়, এর চেয়ে ভাল আর কী হতে পারে?
প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসরণ ভ্যালিতে হামলা চালায় জঙ্গিরা। ধর্মপরিচয় জিজ্ঞাসা করে পর্যটকদের খুন করার অভিযোগ। মোট ২৬ জন নিহত হয়েছিলেন। পহেলগাম হামলার প্রতিবাদে একের পর এক কঠোর কূটনৈতিক পদক্ষেপ করে দিল্লি। ভিসা বাতিল, সীমান্ত বন্ধ করে দেওয়া, পাক নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশের পাশাপাশি সিন্ধু জল চুক্তি বাতিল করে দেয় ভারত।
৭ মে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর-এর মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। শতাধিক জঙ্গির মৃত্যু হয়। অপারেশন সিঁদুরে বিধ্বস্ত পাকিস্তান ভারতে পাল্টা হামলার চেষ্টা চালায় ৮ মে রাতে। ভারতের কাশ্মীর ও পঞ্জাবের একাধিক জায়গায় উড়ে আসতে থাকে পাকিস্তানি ড্রোন ও মিসাইল। কিন্তু ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম তার অধিকাংশই প্রতিহত করে। নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। ভারতও তার যোগ্য জবাব দেয়। ওই দিন রাতেই লাহোরে থাকা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেয় ভারত। ভারতের প্রত্যাঘাতে পর্যুদস্ত হয়ে পাকিস্তান সংঘর্ষ বিরতির জন্য প্রস্তাব জানায় ভারতের কাছে।
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন