পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ রুপায়ছড়িতে
সাব্রুম (ত্রিপুরা), ২৪ মে (হি.স.) : দীর্ঘদিনের পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে শেষমেষ রাস্তায় নামলেন স্থানীয়রা। শনিবার সকাল ৯টা থেকে ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার রুপাইছড়ি আর.ডি. ব্লকের অন্তর্গত বিষ্ণুপুর এ.ডি.সি. ভিলেজের বীরেন্দ্র রোয়াজা
সড়ক অবরোধ


সাব্রুম (ত্রিপুরা), ২৪ মে (হি.স.) : দীর্ঘদিনের পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে শেষমেষ রাস্তায় নামলেন স্থানীয়রা। শনিবার সকাল ৯টা থেকে ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার রুপাইছড়ি আর.ডি. ব্লকের অন্তর্গত বিষ্ণুপুর এ.ডি.সি. ভিলেজের বীরেন্দ্র রোয়াজা পাড়ার (ওয়ার্ড নং ০৪) বাসিন্দারা গুরুত্বপূর্ণ বিষ্ণুপুর-রুপাইছড়ি সংযোগ সড়কে অবরোধ শুরু করেন।

সাম্প্রতিককালে পানীয় জলের অপ্রতুলতা সেখানে চরম আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দিনের পর দিন তারা পরিশ্রুত জলের জন্য হাহাকার করছেন। অভিযোগ, বহুবার স্থানীয় নেতৃত্ব, ভিলেজ কাউন্সিল এবং সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। প্রশাসনের নির্লিপ্ততা এবং বারংবার আশ্বাস দিয়ে কাজ না হওয়ায় জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে।

প্রতিবাদ জানাতে বীরেন্দ্র রোয়াজা পাড়ার মানুষরা সকাল থেকে মূল সড়কে গাছের গুঁড়ি, বাঁশ ও ইট ফেলে পথ অবরোধ করেন। ফলে বিষ্ণুপুর-রুপাইছড়ি সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ব্যাপক ভোগান্তিতে পড়েন পথচারীরা এবং কর্মস্থলে যাচ্ছিলেন এমন বহু মানুষ।

অবরোধকারী এক মহিলা বলেন, “পানীয় জল আমাদের মৌলিক অধিকার। দিনের পর দিন প্রশাসনের কাছে গিয়ে ফিরে এসেছি। আজ আর চুপ করে বসে থাকা যায় না। বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমেছি।”

অবশেষে দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ ডিডাব্লিউএসএ'র কর্মীরা মেকানিকসহ ঘটনাস্থলে পৌঁছেন এবং অবিলম্বে সমস্যার সমাধানে আশ্বাস দেন। তখনই অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

এই ঘটনায় আবারও সামনে এল জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকার অবহেলিত পরিকাঠামোগত চিত্র। জনস্বার্থে প্রশ্ন উঠছে, বারবার অভিযোগ সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি? এমন পরিস্থিতিতে প্রশাসনের দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়টি আরও জোরালোভাবে উঠে এল। গ্রামের মানুষরা জানিয়েছেন, যদি আগামীদিনেও সমস্যা থেকে যায়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande