আনন্দবিহার টার্মিনাল-যোগবাণী গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালাবে এনএফ রেল
বেড়েছে এক জোড়া স্পেশালের পরিষেবা ও সময়সীমা গুয়াহাটি, ২৪ মে (হি.স.) : গ্রীষ্মকালীন ঋতুতে যাত্রীসংখ্যা ক্রমবর্ধমান চাহিদা পূরনের লক্ষ্যে আনন্দবিহার টার্মিনাল এবং যোগবাণীর মধ্যে একটি অতিরিক্ত গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন পরিচালনা করবে উত্তরপূর্ব সীমান্
এনএফআর_প্রতিনিধিত্বমূলক ছবি


বেড়েছে এক জোড়া স্পেশালের পরিষেবা ও সময়সীমা

গুয়াহাটি, ২৪ মে (হি.স.) : গ্রীষ্মকালীন ঋতুতে যাত্রীসংখ্যা ক্রমবর্ধমান চাহিদা পূরনের লক্ষ্যে আনন্দবিহার টার্মিনাল এবং যোগবাণীর মধ্যে একটি অতিরিক্ত গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন পরিচালনা করবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। এই পরিষেবা প্রতিটি দিকে আটটি ট্রিপের জন্য চলবে। এছাড়া, বিশেষ ট্রেন নম্বর ০৭০৪৬/০৭০৪৭ চার্লাপল্লি-নাহরলগুন-চার্লাপল্লি–র পরিষেবা এবং পরিচালনার সময়সীমাও উভয় দিকে আরও আটটি করে ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় জানিয়েছেন, বিশেষ ট্রেন নম্বর ০৪০৭৪ আনন্দবিহার টার্মিনাল-যোগবাণী বর্তমানে চলাচল করছে এবং ২৩ মে (২০২৫) থেকে ১১ জুলাই (২০২৫) পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১:৫৫ মিনিটে আনন্দবিহার টার্মিনাল থেকে ছেড়ে রবিবার সকাল ৭:৩০ মিনিটে যোগবাণী পৌঁছাবে। ফেরার পথে ট্রেন নম্বর ০৪০৭৩ যোগবাণী-আনন্দবিহার টার্মিনাল ২৫ মে (২০২৫) থেকে ১৩ জুলাই (২০২৫) পর্যন্ত প্রতি রবিবার সকাল ৯:৩০ মিনিটে যোগবাণী থেকে ছাড়বে এবং সোমবার বিকেল ১৬:০০টায় আনন্দবিহার টার্মিনালে পৌঁছাবে। এই ট্রেনটি গাজিয়াবাদ, কানপুর সেন্ট্রাল, লখনউ, বারাণসী জংশন, বালিয়া, ছাপরা জংশন, বারাউনি জংশন, খাগরিয়া জংশন, কাটিহার জংশন, ফোর্বসগঞ্জ ইত্যাদি স্টেশন হয়ে উভয় দিকে চলবে। এই ট্রেনের সাথে মোট ২০টি কোচ সংযুক্ত থাকবে।

আরেকটি ট্রেন নম্বর ০৭০৪৬ চার্লাপল্লি-নাহরলগুন সাপ্তাহিক বিশেষ পরিষেবার ট্রেনের সময়সীমা ৭ জুন থেকে ২৬ জুলাই (২০২৫) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ট্রেন নম্বর ০৭০৪৭ নাহরলগুন-চার্লাপল্লি সাপ্তাহিক বিশেষ ট্রেনের পরিষেবার সময়সীমা ১০ জুন থেকে ২৯ জুলাই (২০২৫) পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ট্রেনগুলি বিদ্যমান পরিষেবা সময়সূচি, সময়, কম্পোজিশন এবং স্টপেজ অনুযায়ী চলবে।

এই ট্রেনগুলির রুট, স্টপেজ এবং সময় সম্পর্কে বিস্তারিত নথি আইআরসিটিসি ওয়েবসাইট এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে উপলব্ধ। যাত্রীদের ট্রেন ভ্রমণের আগে বিস্তারিত তথ্য যাচাই করতে প্রেসবার্তায় অনুরোধ জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande