ডেবরায় গ্যাস ট্যাঙ্কার ফেটে বিস্ফোরণ, আহত ৭ জন
ডেবরা, ২৪ মে (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ডেবরার অর্জুনী এলাকায় জাতীয় সড়ক ১৬-তে একটি গ্যাস
ডেবরায় গ্যাস ট্যাঙ্কার ফেটে বিস্ফোরণ, আহত ৭ জন


ডেবরা, ২৪ মে (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ডেবরার অর্জুনী এলাকায় জাতীয় সড়ক ১৬-তে একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে সাতজন গুরুতর আহত হয়েছেন, যার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে একটি স্কুল বাস, দু'টি লরি এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এবং হাইওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠায়। ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande