আইপিএফটির রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত
আগরতলা, ২৪ মে (হি.স.) : দলের বর্তমান এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণে রাজ্যভিত্তিক সাংগঠনিক বৈঠক করল ত্রিপুরার জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটি। ২০২৫ সালে এটাই প্রথম রাজ্য কমিটির বৈঠক। বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান আইপিএফটির সভাপ
আইপিএফটির সম্মেলন


আগরতলা, ২৪ মে (হি.স.) : দলের বর্তমান এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণে রাজ্যভিত্তিক সাংগঠনিক বৈঠক করল ত্রিপুরার জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটি। ২০২৫ সালে এটাই প্রথম রাজ্য কমিটির বৈঠক। বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং ।

আইপিএফটি দলের রাজ্য কমিটির বৈঠক শনিবার অনুষ্ঠিত হল।রাজধানী আগরতলার ভগৎ সিং যুব আবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের রাজ্য কমিটির সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং। বৈঠকে উপস্থিত ছিলেন দলের অন্যতম সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন আইপিএফটি দলের রাজ্য কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

দলীয় সূত্রে জানা গেছে ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে এই সাংগঠনিক বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আইপিএফটি দল বিজেপি এবং তিপ্রা মথার সাথে জোটবদ্ধ হয়ে আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এই বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত এই বৈঠকে নেয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande