মালদা , ২৪ মে (হি.স.) : ভিন রাজ্যে জীবিকার খোঁজে গিয়ে মর্মান্তিক পরিণতি হল মালদার এক পরিযায়ী শ্রমিকের। কফিনবন্দি দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার ও গ্রামবাসীরা। মৃত পরিযায়ী শ্রমিক শেখ বুলুর বাড়ি মালদা জেলার ইংলিশবাজার ব্লকের শোভানগর অঞ্চলের মাদিয়া বাধা গাছ গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় চার মাস আগে কর্নাটকের হুবলি জেলায় টাওয়ারের নির্মাণকাজে যোগ দিতে যান শেখ বুলু। মঙ্গলবার সকালে টাওয়ার তৈরির সরঞ্জাম গাড়িতে তোলার সময় দুর্ঘটনাবশত সে গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
শনিবার সকালে তাঁর কফিনবন্দি দেহ গ্রামে এসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী খুশবারি খাতুন ও দুই নাবালক সন্তান। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বিপর্যস্ত পরিবার।
ঘটনার খবর পেয়ে মৃত শ্রমিকের বাড়িতে পৌঁছান স্থানীয় জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। তিনি মৃত শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং সমস্ত রকম সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, তিনি মৃত শেখ বুলুর দুই সন্তানের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বলে জানান।
ঘটনার পর মৃতের এক আত্মীয় জানান, “বুলু পরিবারের জন্য সবকিছু করত। ওর মৃত্যু আমাদের ভেঙে দিয়েছে।”
স্ত্রী খুশবারি খাতুন বলেন, “ওর ছাড়া আমাদের কিছু নেই। এখন আমি কী করে সন্তানদের বড় করব!”
এই মর্মান্তিক ঘটনা ফের একবার ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার প্রশ্ন তুলে দিল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়