চুরি ও ছিনতাই মামলায় পিস্তল সহ ছয় যুবককে ধরল বিশালগড় থানার পুলিশ
বিশালগড় (ত্রিপুরা), ২৪ মে (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় থানার অধীন চড়িলামের মনু ফকির দরগা এলাকায় ছিনতাই ও গোকুলনগর রাস্তারমাথায় এলাকায় চুরিকাণ্ডে মধুপুর নোয়াওবাড়ি থেকে পিস্তল সহ গ্রেফতার চার যুবক। গভীর রাতে অভিযান চালিয়ে বিশালগড় থানার প
ত্রিপুরা পুলিশ


বিশালগড় (ত্রিপুরা), ২৪ মে (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় থানার অধীন চড়িলামের মনু ফকির দরগা এলাকায় ছিনতাই ও গোকুলনগর রাস্তারমাথায় এলাকায় চুরিকাণ্ডে মধুপুর নোয়াওবাড়ি থেকে পিস্তল সহ গ্রেফতার চার যুবক।

গভীর রাতে অভিযান চালিয়ে বিশালগড় থানার পুলিশ পিস্তল সহ চার যুবককে গ্রেফতার করে। অভিযুক্তদের শনিবার রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এই দুটি ঘটনায় সর্বমোট ছয় জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মাস্টারমাইন্ড সমরদ্বীপ বর্ধন ওরফে সাগর। তার বাড়ি মধুপুরের আদিবাসী কলোনি।

তাছাড়া কৌশিক দেবনাথ (বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া), অর্পণ সরকার (বাড়ি ঘোষপাড়া মধুপুর), আকাশ দে (বাড়ি মধুপুর নোয়াওবাড়ি), সাগর নম: (বাড়ি গোকুলনগর রাস্তারমাথা) ও রাজকুমার সাহা (বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া) কে গ্রেফতার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande