গুয়াহাটি, ২৮ এপ্রিল (হি.স.) : সময় সকাল প্রায় সোয়া সাতটা। মেঘে ঢাকা নিকাষ কালো আকাশ, শনৈ শনৈ ঘূর্ণিঝড়, সঙ্গে ভারী বৃষ্টিপাত। ব্যাঘাত ঘটে নাগরিকজীবন। কয়েক মিনিটের প্রাকৃতিক দুর্যোগে পড়ে নাজেহাল অসমের রাজধানী গুয়াহাটি মহানগর এবং পার্শ্ববর্তী অঞ্চল।
জানা গেছে, আজ সোমবার সকালে আচমকা অন্ধকারে ডুবে যায় গুয়াহাটি মহানগর। মহানগরের রাজপথে গাড়ির বাতি জ্বালিয়ে গাড়িঘোড়া চালাতে হয়েছে। পাশাপাশি ঘণ্টায় প্ৰায় ৬০ কিলোমিটার বেগে তুফানের সঙ্গে ঝড়ঝঞ্ঝা, বজ্ৰপাত ও বৃষ্টির ফলে গুয়হাটির বহু প্রান্ত ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে শহরজুড়ে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ে কয়েক ঘণ্টা।
মুষলধারে বৃষ্টির সাথে তীব্র বাতাস প্ৰবাহিত হওয়ায় বিভিন্ন এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট, তীব্র জলাবদ্ধতা এবং যানজটের সৃষ্টি হয়। এতে স্কুলগামী ছাত্ৰছাত্ৰী এবং তাদের অভিভাবক ও সরকারি কর্মচারীরা বিপাকে পড়েছিলেন।
প্রসঙ্গত, গতকাল রাতেই আবহাওয়া অধিদফতর আজ এবং আগামী কয়েক ঘন্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে জনসাধারণকে সতর্ক থাকতে বলেছিল।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস