মাদকদ্রব্য-সহ গ্রেফতার দুই যুবক
শিলিগুড়ি, ২৯ এপ্রিল (হি.স.): সশস্ত্র সীমা বল (এসএসবি ) নকশালবাড়ি থানা এলাকা থেকে ২৩৪ গ্রাম মরফিন সহ দুজনকে গ্রেফতার করেছে। তার মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারও আছে বলে জানা গেছে। ধৃতদের নাম শ্যাম লাল সিং এবং সহদেব বর্মন৷ শ্যাম লাল নকশালবাড়ি থানার সিভি
মাদকদ্রব্য-সহ গ্রেফতার দুই যুবক


শিলিগুড়ি, ২৯ এপ্রিল (হি.স.): সশস্ত্র সীমা বল (এসএসবি ) নকশালবাড়ি থানা এলাকা থেকে ২৩৪ গ্রাম মরফিন সহ দুজনকে গ্রেফতার করেছে। তার মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারও আছে বলে জানা গেছে। ধৃতদের নাম শ্যাম লাল সিং এবং সহদেব বর্মন৷ শ্যাম লাল নকশালবাড়ি থানার সিভিক ভলান্টিয়ার।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে এসএসবি নকশালবাড়ির বেঙ্গাইজোটে দুই যুবককে আটক করে। উভয় যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ২৩৪ গ্রাম মরফিন উদ্ধার করা হয়। দার্জিলিং জেলার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানান, মাদকদ্রব্য-সহ দুই যুবক গ্রেফতার হয়েছে। তার মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার রয়েছে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande