গুয়াহাটি, ২৯ এপ্রিল (হি.স.) : আগামীকাল বুধবার প্রকাশিত হবে ২০২৫ শিক্ষাবর্ষের অসম উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু।
আজ নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আনন্দ ব্যক্ত করে শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু নিশ্চিত করেছেন, ২০২৫ শিক্ষাবৰ্ষের উচ্চ মাধ্যমিক (এইচএস) পরীক্ষার ফলাফল আগামীকাল ৩০ এপ্রিল সকাল ৯:০০টায় ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণা হবে একযোগে কলা, বিজ্ঞান, বাণিজ্য এবং বৃত্তিমূলক (কারিগরি) পরীক্ষার।
শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু আরও জানান, এ বছর মোট ৩,০২,৪২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। ইতিমধ্যে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ এ ব্যাপারে একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি থেকে ১৭ মাৰ্চ পৰ্যন্ত অসমে অনুষ্ঠিত হয়েছিল উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা। রাজ্যের ৮৫৬টি কেন্দ্ৰে ৩,০২,৪২০ জন শিক্ষাৰ্থী পরীক্ষা দিয়েছে। এবার প্ৰথম সৰ্বাধিক শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস