বিস্তৃত পরিধিতে সামার স্পেশাল চালাচ্ছে এনএফ রেলওয়ে
গুয়াহাটি, ২৯ এপ্রিল (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে গ্রীষ্ম ঋতুতে বর্ধিত যাত্রী পরিবহণে সুবিধা প্রদান এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সক্রিয়ভাবে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালাচ্ছে। এসএমভিটি বেঙ্গালুরু-নারেঙ্গি, ডিব্রুগড়-কলকাতা, এসএসএ
এনএফ রেল_প্রতিনিধিত্বমূলক


গুয়াহাটি, ২৯ এপ্রিল (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে গ্রীষ্ম ঋতুতে বর্ধিত যাত্রী পরিবহণে সুবিধা প্রদান এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সক্রিয়ভাবে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালাচ্ছে। এসএমভিটি বেঙ্গালুরু-নারেঙ্গি, ডিব্রুগড়-কলকাতা, এসএসএস হুব্বালি-কাটিহার, শিলচর-কলকাতা, গুয়াহাটি-শ্রীগঙ্গানগর, নিউ জলপাইগুড়ি-অযোধ্যা ক্যান্ট, কামাখ্যা-আনন্দবিহার টার্মিনাল, কাটিহার-অমৃতসর, নিউ তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এবং আনন্দবিহার টার্মিনাল-যোগবাণী সহ মূল রুটে স্পেশাল ট্রেন পরিষেবা প্রদান করা হয়েছে। অতিরিক্তভাবে হাওড়া-নিউ জলপাইগুড়ি, শিয়ালদহ-জাগিরোড, উদয়পুর সিটি-ফরবেসগঞ্জ, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-নারেঙ্গি এবং শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা-গুয়াহাটির মধ্যেও পরিষেবা প্রদান করা হচ্ছে৷

আজ মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে এ খবর দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গ্রীষ্ম ঋতুতে ভিড়ের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে বিশেষভাবে ভিড় ব্যবস্থাপনার জন্য রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) কর্মীদের মোতায়েন করেছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য স্টেশনগুলিতে সিসিটিভি নজরদারির মাধ্যমে নিরন্তর নিরীক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্তভাবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বাণিজ্যিক স্টাফদের সক্রিয়ভাবে নিযুক্ত করা হয়েছে এবং যাত্রী প্রবাহকে ফলপ্রসূভাবে পরিচালনা করতে এবং প্রয়োজনীয় সাহায্য প্রদান করতে হাই অ্যালার্টে রাখা হয়েছে।

যাত্রীর চাহিদার ক্রমাগত বৃদ্ধির প্রতি নজর রেখে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ভবিষ্যতে আরও সামার স্পেশাল ট্রেন চালু করার পরিকল্পনা করছে। এই ইতিবাচক দৃষ্টিকোণের উদ্দেশ্য যাত্রীদের চাহিদা পূরণ করা এবং ব্যস্ততম ভ্রমণের সময়কালে অতিরিক্ত সুবিধা প্রদান করা।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সমস্ত যাত্রীদের জন্য সুরক্ষিত, সুগম ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিষেবা বর্ধিতকরণ এবং যাত্রী কল্যাণে মনোযোগ দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এই ব্যস্ত মরশুমে রেলে চলাচলের সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা অব্যাহত রেখেছে বলে প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande