মিজোরামে ঘোষিত মাধ্যমিকের ফলাফল, পাশের হার ৭৬.৬৮ শতাংশ
৪৭৫ নম্বর পেয়ে শীর্ষ স্থান দখল পিসি লালথাকিমির আইজল, ২৯ এপ্রিল (হি.স.) : আজ মঙ্গলবার চলতি ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক (হাইস্কুল লিভিং সার্টিফিকেট) পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে মিজোরাম বোর্ড অব স্কুল এডুকেশন (এমবিএসই)। এবারের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার
মিজোরামে মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারিণী পিসি লালথাকিমি


৪৭৫ নম্বর পেয়ে শীর্ষ স্থান দখল পিসি লালথাকিমির

আইজল, ২৯ এপ্রিল (হি.স.) : আজ মঙ্গলবার চলতি ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক (হাইস্কুল লিভিং সার্টিফিকেট) পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে মিজোরাম বোর্ড অব স্কুল এডুকেশন (এমবিএসই)। এবারের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৭৬.৬৮ শতাংশ। ৫০০-এর মধ্যে ৪৭৫ নম্বর পেয়ে শীর্ষ স্থান দখল করেছে পিসি লালথাকিমি।

এমবিএসই-র ফলাফলে জানা গিয়েছে, এ বছর মোট ১৮,৯৪৬ জন পরীক্ষার্থী হাইস্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ১৪,৫২৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে হিসাবে পাশের হার ৭৬.৬৮ শতাংশ।

এ বছর মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থান দখল করেছে জনৈক দার্থুয়ামার মেয়ে, কেডি হাইস্কুলের ছাত্রী পিসি লালথাকিমি। ৫০০ নম্বরের মধ্যে ৪৭৫ নম্বর পেয়েছে মেধাবী লালথাকিমি। সে ইংরেজি, মিজো, গণিত, বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান, সব বিষয়ে লেটার গ্রেড পেয়েছে।

ফলাফল অনুযায়ী, ২০২৫ সালের এইচএসএলসি পরীক্ষায় সমান নম্বর পাওয়ায় ২৪ জন শিক্ষার্থী শীর্ষ দশে স্থান পেয়েছে। এছাড়া মোট ১,৩৪৩ জন শিক্ষার্থী ডিস্টিংশনের সাথে উত্তীর্ণ হয়েছে। উত্তীৰ্ণদের মধ্যে প্রথম বিভাগে ৩,৭৬৩ জন, দ্বিতীয় বিভাগে ৫,৭৮৫ জন এবং তৃতীয় বিভাগে ৩,৬৩৬ জন। ৬৪ জন শিক্ষার্থীকে কম্পার্টমেন্টালের সুযোগ দেওয়া হয়েছে। তাছাড়া পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ৪,৩৩৫ জন শিক্ষার্থী।

১৪,৫২৭ জন সফল প্রার্থীর মধ্যে ৬,৯১০ জন ছাত্র (৭৭.৮৬ শতাংশ) এবং ৭,৬১৭ জন ছাত্রী (৭৬.৬৩ শতাংশ)। মোট ১০৭টি স্কুল ১০০ শতাংশ পাশের হার রেকর্ড করেছে এবং ১৩টি স্কুলের কোনও শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande