পথ দুর্ঘটনায় মৃত্যু এক পড়ুয়ার, আহত চার
বারুইপুর, ২৯ এপ্রিল (হি.স.): অটোর সঙ্গে সিমেন্ট ভর্তি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দশ বছরের শিশুকন্যার। মৃতের নাম অন্বেষা মন্ডল (১০)। আহত হয়েছে চারজন। ঘটনাটি ঘটেছে বারইপুর থানার অর্জুন তলায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বারুইপুর
পথ দুর্ঘটনায় মৃত্যু এক পড়ুয়ার, আহত চার


বারুইপুর, ২৯ এপ্রিল (হি.স.): অটোর সঙ্গে সিমেন্ট ভর্তি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দশ বছরের শিশুকন্যার। মৃতের নাম অন্বেষা মন্ডল (১০)। আহত হয়েছে চারজন। ঘটনাটি ঘটেছে বারইপুর থানার অর্জুন তলায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। গুরুতর জখম অবস্থায় চারজনকে বারইপুর থেকে কলকাতা সরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে। জানা গিয়েছে, মঙ্গলবার বাসুদেব মন্ডলের পিসিমা মারা যাওযায় তাঁরা বারুইপুর এর জোড়া মন্দির শ্মশানে শেষকৃত্যে এসেছিলেন। সেখান থেকে পীরখালীতে অটো করে বাড়ি ফেরার পথে সিমেন্ট ভর্তি ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। অটো একেবারে দুমড়ে মুচড়ে যায়। অটো চালক বাসুদেব মণ্ডল সহ তাঁর স্ত্রী মীনা মণ্ডল, ছোট মেয়ে অন্বেষা, বড় মেয়ে কলেজ পড়ুয়া তিয়াসা মণ্ডল ও আত্মীয় শিবু মাকাল ছিলেন অটোয়।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande