শিলিগুড়ি, ২৯ এপ্রিল (হি.স.): ব্রাউন সুগার-সহ দুজনকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ রসুল ও মহম্মদ আব্বাস।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তাতে দুই যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের স্কুটার থেকে ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। জানা গেছে, এর আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা। পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ